সামনে নির্বাচন। চলছে নানা আয়োজন। আপনি জননেতা। চষে বেড়াচ্ছেন মাঠ-ময়দান। রাত-দিন ব্যস্ততা কতো মানুষের কাছে পৌছাবেন আপনি? কতো জনই বা জানতে পারবে আপনার ইচ্ছে, লক্ষ্যে বা মনের কথা। বিগত দিনের উন্নয়ন-বঞ্চনার ফিরিস্তি কি সবাই জানে? সব কি আপনার একার পক্ষে সবাইকে জানানো সম্ভব? তাই সেই প্রচারণার দায়িত্বটি আমরা নিতে চাই। এখন পরিবর্তিত বিশ্ব। ডিজিটাল দুনিয়া। আমাদের দেশেও শতকরা ৮৫ ভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। ফেসবুক-ইউটিউব দেখেন ৭ কোটিরও বেশি মানুষ। আমেরিকা, ভারত, যুক্তরাজ্য এমনকি মালয়েশিয়ার মতো দেশেও রাজনীতি, নির্বাচন, বানিজ্য ও অর্থনীতিতে বড় মাধ্যম এই ডিজিটাল প্রচারণা। সেই ধারনা বানিজ্যিকভাবে এই প্রথম বাংলাদেশে আমরা শুরু করেছি ।
উল্লেখিত মাধ্যমগুলোতে আপনি খুব সহজেই পৌছাতে পারবেন লাখো মানুষের কাছে। যারা জানবে আপনাকে । এতে নির্বাচনী আচরণবিধি লংঘনেরও কোন সুযোগ নেই।