সময় অনেক দামি। প্রবাহমান সেই সময়কে অনেকেই পাত্তা দেই না -হারিয়ে ফেলি। ‘ভালোপ্রচার’ তার ঘোর বিরোধী । সময়কে ধরে রাখতে চাই ইতিহাস করে।ক্ষুদ্র কিংবা বিশালত্বের মাপকাঠিতে নয়। আমাদের চোখে তারাই সেরা যারা নিজের সময় নিয়ে সচেতন। সেই সময়কে কাজে লাগাতে চান দেশ ও মানুষের জন্য। প্রচলিত ধারা ভেঙ্গে মান, গুন, দক্ষতা আর নতুনত্বে তাদের জন্য ভিন্নধারার সেবা দেয়ার চেষ্টা আমাদের।
...
উল্লেখিত মাধ্যমগুলোতে আপনি খুব সহজেই পৌছাতে পারবেন লাখো মানুষের কাছে। যারা জানবে আপনাকে । এতে নির্বাচনী আচরণবিধি লংঘনেরও কোন সুযোগ নেই।